ঢাকা | বঙ্গাব্দ

কমলনগরে বিডি ক্লিনের উদ্যোগে মিল্লাত একাডেমিতে পরিচ্ছন্নতা কার্যক্রম

  • প্রকাশিত : 24-06-2025
  • নিউজটি দেখেছেনঃ

কমলনগরে বিডি ক্লিনের উদ্যোগে মিল্লাত একাডেমিতে পরিচ্ছন্নতা কার্যক্রম ছবির ক্যাপশন: কমলনগরে বিডি ক্লিনের উদ্যোগে মিল্লাত একাডেমিতে পরিচ্ছন্নতা কার্যক্রম
ad728

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সম্প্রতি কমলনগর উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমিতে এক সৌজন্য সাক্ষাৎ ও পরিচ্ছন্নতা ইভেন্ট আয়োজন করেছে। স্কুলের প্রধান শিক্ষক মো. সাকওয়াত হোসেন স্যারের সঙ্গে এ সময় বিডি ক্লিন টিমের সদস্যরা সংলাপে অংশ নেন।

ইভেন্টে উপস্থিত ছিলেন বিডি ক্লিন কমলনগর উপজেলা সমন্বয়ক শাহিন আলম মাহবুব, লক্ষ্মীপুর জেলা লজিস্টিক সমন্বয়ক রাফিউল ইসলাম রাজু, এবং টিম সদস্য শাহরিয়ার রহমান, এআই তারেক, মো. আবু সালেহ শিহাব, মাহমুদুল হাসান আক্কাস, মো. মামুনুর রশিদ, সুলতানা আক্তার মায়া, লাবন্য আক্তার, কাজল রেখা প্রমুখ।

স্কুলের শিক্ষার্থীদের মধ্যে রিতু আক্তার, তারিন সহ অনেকেই সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং বিডি ক্লিনের সদস্য হিসেবে যুক্ত হন।

সাক্ষাতে প্রধান শিক্ষক মো. সাকওয়াত হোসেন বলেন,
“তোমরা এক একজন আলোকবর্তিকা। তোমাদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আমি চাই, আমার বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী বিডি ক্লিনের সদস্য হয়ে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তনের অংশীদার হোক।”

তিনি আরও বলেন, প্রতিটি শ্রেণিতে একটি করে পরিচ্ছন্নতা টিম গঠন করে বিদ্যালয়কে একটি মডেল পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে রূপান্তরিত করার কাজ শুরু করা হবে।

আলোচনার মূল বিষয়সমূহ ছিল:

  • প্রতিটি ক্লাসে পরিচ্ছন্নতা টিম গঠন

  • নিয়মিত স্কুল পরিচ্ছন্ন রাখা ও জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা

  • সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ

  • বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা উদ্যোগ

ইভেন্টে নারী-পুরুষ, শিক্ষার্থী ও সদস্যদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলে মিলে একটি পরিচ্ছন্ন, সচেতন ও মানবিক সমাজ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইভেন্ট শেষে একটি দলীয় ছবি তোলা হয় যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে।

বিডি ক্লিন টিমের পক্ষ থেকে বার্তা:

“আমরা শুধু পরিচ্ছন্নতা নয়, একটি মানবিক, সচেতন ও দায়িত্ববান সমাজ গড়ার স্বপ্ন দেখি। সাকওয়াত স্যারের মতো মানুষের পাশে পেলে আমাদের পথচলা আরও সাহসী হয়ে উঠবে।”




ad728
ad728