ঢাকা | বঙ্গাব্দ

জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারীর মৃত্যু

  • প্রকাশিত : 21-06-2025
  • নিউজটি দেখেছেনঃ

জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারীর মৃত্যু ছবির ক্যাপশন: জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারীর মৃত্যু
ad728

পটুয়াখালীর বাউফলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সেতারা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের সেতারা বেগমের সঙ্গে প্রতিবেশী নাসির মোল্লা ও বশির মোল্লা গংদের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাসির মোল্লা, বশির মোল্লা ও তাদের সহযোগীরা সেতারা বেগমের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে গুরুতর আহত করেন।
এরপর আহত অবস্থায় প্রথমে সেতারা বেগমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে তার অবস্থা আরও গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবশেষে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে কাওছার হাওলাদার বলেন, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ আমাদের জমি দখলের চেষ্টা করে আসছিল। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার সকালের শিরোনাম কে বলেন, ঘটনার বিস্তারিত জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




ad728
ad728