বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী অনুযায়ী পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে শহীদ পরিবারের সাথে শুভেচছা বিনিময় ও ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০ টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে এই উপহার বিতরন করা হয়। কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শহীদরা আমাদের জাতির গর্ব। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন। আজ তাদের জন্য আমাদের বাক শক্তি ফিরিয়ে পেয়েছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ গোটা জাতি স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে। শহীদরা যে মহান উদ্দেশে জীবনদান করেছে তা যেনো পূর্ণতা পায় এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, আওয়ামী দুঃশাসনের হাত থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছেন, তারাই আমাদের শহীদ। তাদের এই ত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। এসময়ে তিনি সরকারের প্রতি শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ, আহতদের সুচিকিৎসার আহ্বান জানান এবং আমীরে জামায়াতের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও সালাম জানান। এ সময় শহীদ পিতা সাইফুদ্দীনের পিতা আবেগ আপ্লূত হয়ে বলেন, সাইফুদ্দীন ছিল আমার আদরের বড় ছেলে । সে ইসলামের জন্য জীবন দিয়েছে এজন্য আমি গর্বিত। মহান আল্লাহ তায়ালা তার এই ত্যাগ কে কবুল করুন। এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি মোনায়েম বিল্লাহ, কয়রা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :