ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের জন্য হৃদয় কাঁদছে প্রীতি জিনতার

  • আপলোড তারিখঃ 13-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17166 জন
বাংলাদেশের জন্য হৃদয় কাঁদছে প্রীতি জিনতার ছবির ক্যাপশন: প্রীতি জিনতা
ad728

ছাত্রদের গণপ্রতিরোধের মুখে দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে সাধারণ জনগণ। এরপরই খবর পাওয়া যায় বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের। যার কারণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় দেশে। দেশের সংখ্যালঘু জনপদের ওপরেও শুরু হয় হামলা। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে (টুইটার) প্রীতি লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থলে ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ করবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।

প্রীতি ছাড়াও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আগেই মুখ খুলেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী রাভিনা ট্যান্ডনরা।

এদিকে দেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ করছেন সনাতন ধর্মাবলম্বীরা, যা নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে জোরালো প্রতিবাদ।


নিউজটি পোস্ট করেছেনঃ সকালের শিরোনাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পাবনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন মেহেদী হাসান