বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ। হামজা বা রুস্তম দিয়েও আওয়ামী লীগকে আর টেনে তোলা যাবে না।
সোমবার (১২ আগস্ট) নেত্রকোনায় এক স্বতঃস্ফূর্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রিন্স দিনব্যাপী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ আল মামুন এবং সদর উপজেলার মদনপুরে নন্দীপুর চরপাড়া গ্রামে শহীদ রমজান মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ এবং ফাতেহা পাঠ করেন। তিনি শহীদ মামুন ও শহীদ রমজানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তিনি নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে তাদের কাছে আর্থিক সহায়তাও তুলে দেন।
এ সময় তিনি কলমাকান্দার বটতলা গ্রামে এবং সদর উপজেলার মদনপুরে পৃথক দুটি স্বতঃস্ফুর্ত সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে তিনি শহীদ মামুন ও শহীদ রমজানসহ ছাত্র জনতার আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে এবং দেশ গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছে। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের বিজয় ছিনিয়ে নিতে দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। পতনের পর ভারতে পালিয়ে শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়সহ আওয়ামী নেতাকর্মীরা প্রতিবিপ্লব ঘটানোর চক্রান্ত করছে।
প্রিন্স বলেন, গণবিপ্লবে পতন ঘটলেও বিদেশী শক্তির ওপর দায় দিয়ে শেখ হাসিনা আবারও জনগণকে অপমান করলেন। বিদেশী শক্তির ওপর ভর করে ১৫ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে এখন তার শোচনীয় পতনের জন্যও বিদেশী শক্তিকে দায়ী করছেন। সেন্টমার্টিন, বঙ্গোপসাগরের সাজানো গল্প জনগণ বিশ্বাস করে না। কারণ জনগণই গণবিপ্লব রচনা করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েও ক্ষমতায় টিকতে না পেরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নেতাকর্মীদের কথা চিন্তা না করে তিনি ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে কর্মীদের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উস্কানি দিচ্ছেন।
বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ ডুবে যাওয়া জাহাজ। হামজা বা রুস্তম দিয়েও আওয়ামী লীগকে আর টেনে তোলা যাবে না। আওয়ামী লীগ পচে-গলে নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা রাষ্ট্রঘাতি, প্রাণঘাতি এবং গণধিকৃত, গণঘৃণিত দল। ছাত্র-জনতার প্রাণ হরণকারীকে জাতি ক্ষমা করবে না।
প্রিন্স রাষ্ট্রের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মাদের অবিলম্বে অপসারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, তারা গণঅভ্যূত্থানের বিজয় মেনে নিতে পারেনি। তারা বার বার ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রের কাছে জনগণের বিজয় নস্যাৎ হতে দেয়া যাবে না।
তিনি হিন্দু সম্প্রদায়ের জনগণের প্রতি পতিত আওয়ামী লীগের দাবার গুটি না হবার আহ্বান জানিয়ে বলেন, হিন্দুদের ব্যানারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা গোপালগঞ্জের মতো বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক এড.মাহফুজুর রহমান, মুজিবর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত,বজলুর রহমান পাঠান, মনিরুজ্জামান দুদুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স রোববার (১১ আগস্ট) রাতে ময়মনসিংহের ত্রিশালের বৈলরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসি ইনতিশারুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ ও তার আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন। তিনি নিহতের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, মনঞ্জুরুল ওয়াহেদ নিক্সন,আতাউর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।