ঢাকা | বঙ্গাব্দ

আংগুর চাষের উপযোগী শেরপুরের নকলার মাটি

  • প্রকাশিত : 26-05-2025
  • নিউজটি দেখেছেনঃ

আংগুর চাষের উপযোগী শেরপুরের নকলার মাটি ছবির ক্যাপশন: আংগুর চাষের উপযোগী শেরপুরের নকলার মাটি
ad728
শেরপুরের নকলায় আংগুর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে শেরপুর জেলার নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নে পরীক্ষামূলক ভাবে আংগুর চাষ করেন চাষী মো: মালেক মিয়া, এবছর তিনি তার বাড়ির আঙ্গিনায় উপযোগী মাটি তৈরি করে এই প্রথম তার নিজ আগ্রহে আংগুর চাষ শুরু করেন।
আংগুর চাষ করে আশাতিত ফলন ও পেয়েছেন।
বর্তমান কৃষিতে যুগ উপযোগী ফসল আংগুর ফল যার বাজার মূল্য ৬০০ টাকা কেজি , এক একটি আংগুর গাছে ১০ কেজি করে ফলন আসে । নকলা উপজেলার মাটি আংগুর চাষের জন্য বিখ্যাত এই ফলটি চাষ করলে ঘুরে যাবে কৃষকের ভ্যাগ্যের চাকা।
স্থানীয় কৃষি বিভাগ জানান পরীক্ষা মূলক চাষী মো: মালেক মিয়া আবাদ করে সফল হয়েছেন।
 তার গাছে প্রচুর আংগুর ধরেছে। নকলা অনেক কৃষকের দাবী বাংলাদেশ কৃষি বিভাগ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর বিভিন্ন কৃষককে প্রশিক্ষণ দিয়ে আংগুর চাষের জন্য ভবিষৎ পরিকল্পনায় এগিয়ে যায়।



ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728