বরিশালের বাকেরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মলায় উপজেলার নিয়ামতি ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি কালাম সরদারকে (৪৮) গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) সকাল ১১ টার সময় উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিজ বাড়ি থেকে থানার এস আই আলমগীর তাকে গ্রেফতার করেন।
থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় ছাত্র প্রতিনিধি মোঃ আরিফুর রহমান বাদি হয়ে ৪ ফেব্রুয়ারি বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৮।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ শ্রমিক লীগ নেতা কালাম সরদারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :