ঢাকা | বঙ্গাব্দ

ধুনটে এলাঙ্গী বাজারে আগুনে ৪ টি দোকান ভস্মীভূত

  • প্রকাশিত : 04-05-2025
  • নিউজটি দেখেছেনঃ

ধুনটে এলাঙ্গী বাজারে আগুনে ৪ টি দোকান ভস্মীভূত ছবির ক্যাপশন: ধুনটে এলাঙ্গী বাজারে আগুনে ৪ টি দোকান ভস্মীভূত
ad728

গতকাল শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে দক্ষিণ বাজারের একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাসেল এর ইউরিয়া সারের গোডাউন, হান্নান এর পার্স ও ডিজেল, মন্টু এর পার্স ও ডিজেল, এবং সোহেল এর কসমেটিকস দোকানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের গুদামের পিছনে পরেশের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। গোডাউনে ডিজেলের ব্যারেল ও গ্যাসের জারে আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

অগ্নিকাণ্ডের সময় আগুনের লেলিহান শিখা বাজার এলাকায় ছড়িয়ে পড়লে, প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে, ফায়ার সার্ভিসের সদস্যরা এসে রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, আগুনের তীব্রতায় দোকানগুলোর মালামাল বের করা সম্ভব হয়নি।

রাসেলের গুদামে প্রায় ১৩০০ বস্তা ইউরিয়া ফসফেট সার মজুদ ছিল বলে জানা গেছে। দোকানগুলোর ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি, তবে এটি একটি ব্যাপক আর্থিক ক্ষতির সূচক বলে মনে করা হচ্ছে।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728