ঢাকা | বঙ্গাব্দ

মা হলেন ফারিয়া শাহরিন

  • আপলোড তারিখঃ 07-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20796 জন
মা হলেন ফারিয়া শাহরিন ছবির ক্যাপশন: মা হলেন ফারিয়া শাহরিন
ad728

ফারিয়া শাহরিন। একজন মডেল হিসেবে বেশ পরিচিতি পান তিনি। পরবর্তীতে নাটকেও কাজ করেছেন। তবে নিয়মিত অভিনয়ে দেখা যায়নি তাকে। মাঝে উচ্চ শিক্ষার জন্য বিদেশেও পাড়ি জমিয়েছিলেন।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের মাধ্যমে ফের আলোচনায় আসেন ফারিয়া শাহরিন। এই সুন্দরী কন্যা সন্তানের মা হয়েছেন। সোমবার (৫ আগস্ট) রাতে ফেসবুক স্ট্যাটাসে আনন্দের খবরটি জানান ফারিয়া নিজেই।

ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া শাহরিন লিখেছেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর অর্থাৎ ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানান নতুন অতিথি আগমনের খবর। এ দম্পতির এটি প্রথম সন্তান।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর ‘কথা দিলাম’ বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচিত হন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ সকালের শিরোনাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পাবনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন মেহেদী হাসান