ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন দাপুনিয়া এলাকার কাতলাসেন কাদিরিয়া কামিল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে এক প্রাক্তন ছাত্রকে মারধর, আটকে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী মোঃ আব্দুল্লাহ আল মুমিন (২৬) কোতোয়ালী থানায় লিখিত অভিযোগে জানান, তিনি উক্ত মাদ্রাসার আলিম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। গত ২৭ এপ্রিল ২০২৫ দুপুরে তিনি তার সার্টিফিকেট উত্তোলনের জন্য মাদ্রাসায় গেলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ দেলাওয়ার হোসেন পূর্ব শত্রুতার জেরে তাকে সার্টিফিকেট দিতে অস্বীকৃতি জানান এবং পরবর্তীতে অকথ্য ভাষায় গালিগালাজ করে একটি কক্ষে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করেন।
এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, পরদিন ২৮ এপ্রিল ২০২৫ তারিখে নামাজ শেষে টান কাতলাসেন বাজারে ফেরার পথে ২-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে অপহরণের চেষ্টা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।
আব্দুল্লাহর দাবি, অভিযুক্ত শিক্ষক ও তার সহযোগীরা তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। এ ঘটনায় তার পরিবার ও তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :