ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো ০৯ (নয়) জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান

  • প্রকাশিত : 25-04-2025
  • নিউজটি দেখেছেনঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো ০৯ (নয়) জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান ছবির ক্যাপশন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো ০৯ (নয়) জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান
ad728

২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার সকাল ০৯:০০ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৫৩ তম সভায় বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল এর সভাপতিত্বে ধানমণ্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিন্ডিকেটের উক্ত সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো ০৯ (নয়) জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।
২৫৩ তম সিন্ডিকেটের গৃহীত সিদ্ধান্ত অনুসারে যাদেরকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে তারা হলেনঃ শাহ আলম চৌধুরী, উপ-রেজিস্ট্রার; মোঃ মহসীন ইদ্রিস, উপ-রেজিস্ট্রার; মোহাম্মদ শামীম মুন্সী, উপ-রেজিস্ট্রার; মোঃ জাহাঙ্গীর আলম, উপ-রেজিস্ট্রার; অমিতাভ কুমার দাশ, উপ-রেজিস্ট্রার; মোহাম্মদ খন্দকার শামীম, উপ-রেজিস্ট্রার; মোঃ মতিউর রহমান মোল্লা, উপ-রেজিস্ট্রার এবং এ কে এম বদরুল আলম, সহকারী রেজিস্ট্রার।
সিন্ডিকেট সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃ সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয় অনুবিভাগ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ বাশারত ইমাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আবদুল মালেক তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728