গাজায় আমার- তোমার মা বোনদের ও ছোট শিশুদের উপর দিয়ে কি ঝড় গিয়েছে একমাএ আল্লাহ পাক ও গাজার মানুষ'রাই ভালো জানে,আল্লাহ তায়া’লা সহায় হোন ফিলিস্তিনি ভাই ও মা,বোন দের উপর,ছোট ছোট মাসুম শিশু গুলোকে বোমার আঘাতে হত্যা করেছে যালেম ইজ্রায়েল এর ইহুদী পোকারা,একজন মুসলমান হিসেবে আমি লজ্জিত,এবং লজ্জিত মুসলিম জাতি।ভিডিওতে যখন গাজায় বোমা মেরে ছোট ছোট জান্নাতের পাখি-গুলোকে মারছিল তখন সারা বিশ্বের মুসলিম রা কান্না করে আর প্রতিটা যুবকের রক্ত গরম হয়ে যায়,আমরা বাংলাদেশ থেকে গাজা বাসির জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারিনি-আজ যখন মার্চ ফর গাজা সংহতি প্রকাশ করে তখন ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটা মানুষের মনে অনেক কষ্ট ছিল গাজা বাসির জন্যে,আজকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় সবার মুখে মুখে একটা স্লোগান ছিল তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন?আরো একটা ছিল জিহাদ জিহাদ জিহাদ চাই জিহাদ করেই মরতে চাই?আজকে ১২ এপ্রিল বাংলাদেশ থেকে সকলে জানান দিয়ে দিয়েছে যে বাংলার মানুষ ফিলিস্তিনে গিয়ে সাহায্য করতে না পারলেও বাংলার মানুষ গাজা বাসির পাশে আছে, ফিলিস্তিনের পাশে আছে। সবাই অন্তরের অন্তস্তল থেকে গাজাবাসীদের জন্য দোয়া করবেন যাতে খুব শীঘ্রই আল্লাহ তায়ালা ইজ্রায়েল জালেমদের হাত থেকে তাদেরকে মুক্তি দান করেন।(আমিন)
মোঃ আবু সুফিয়ান
নারায়ণগঞ্জ জেলা সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আপনার মতামত লিখুন :