ঢাকা | বঙ্গাব্দ

ঋণের কিস্তির চাপে বিয়ের দুই মাসের মাথায় যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত : 08-03-2025
  • নিউজটি দেখেছেনঃ

ঋণের কিস্তির চাপে বিয়ের দুই মাসের মাথায় যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন: ঋণের কিস্তির চাপে বিয়ের দুই মাসের মাথায় যুবকের আত্মহত্যা
ad728

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির চাপে বিয়ের দুই মাসের মাথায় বরকত হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
৭ই মার্চ শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। বরকত হোসেন ওই এলাকার মৃত হোসেন আহমেদের ছোট ছেলে এবং পেশায় রিকশাচালক ছিলেন বলে জানা যায়।
দুই মাস আগে বাঁশখালী উপজেলার এক তরুণীকে সামাজিকভাবে বিয়ে করেন তিনি।
পরিবারের বরাতে পাশের এলাকার ইউপি সদস্য মো. আজাদ জানান, বরকত বিয়ের সময় উদ্দীপন নামে একটি এনজিও থেকে ৯০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণের কিস্তি পরিশোধে অসুবিধায় পড়েন তিনি। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
এ বিষয়ে উদ্দীপন কর্ণফুলী শাখার ম্যানেজার নুরুল আমিন বলেন, ‘আমি কর্ণফুলীতে নতুন যোগদান করেছি। এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি বা শুনিনি। বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় বরকতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728