কুমিল্লা প্রতিনিধি : এইচএসসি পরীক্ষার হলে নকল ও মোবাইল ফোন নেওয়া কারণে বরুড়া উপজেলায় তিন কেন্দ্র থেকে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
৪ জুলাই (বৃহস্পতিবার) ইংরেজি ১ম পত্র পরীক্ষার দিন তাদের বহিষ্কার করেন উপজেলা প্রশাসন।
জানা যায়, ৪ জুলাই (বৃহস্পতিবার) এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি ১ম পত্র পরীক্ষার সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা প্রশাসন। পরিদর্শনকালে কিছু কেন্দ্রে পরীক্ষার্থী এদিকে ঐদিকে দেখাদেখি করলে তাদেরকে তল্লাশি করা হয়। তিনটি কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থীর কাছে থেকে নকল ও মোবাইল ফোন পাওয়া যায়। বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা কেন্দ্র থেকে ৮টি মোবাইল ও নকল, বরুড়া হাজী নোয়াব আলী কেন্দ্রে ১ জন পরীক্ষার্থী থেকে নকল ও মোবাইল এবং আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন পরীক্ষার্থী। নকল ও মোবাইল ফোন পাওয়া পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত ও বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং বলেন, বরুড়ায় নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন পরীক্ষার্থীরা মোবাইল ও নকল দেখে পরীক্ষা দিচ্ছে। তাই তিনটি কেন্দ্রে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে কীভাবে প্রবেশ করেন তা তদন্ত করে সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষক ও সচিবদের জিজ্ঞাসাবাদ করা হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের কেউ জড়িত প্রমানিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।