সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রার অসহায় জেলে ও মৎস্যজীবীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মঙ্গলবার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা, গোলখালি, মাটিয়াভাঙ্গা ও আশপাশের এলাকায় মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর ২ টা পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোন এ কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার সার্জন লেঃ আদিব আদনান, এএমসি।
কোষ্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট বিএন মাহবুব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে ।পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরা অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, নিষিদ্ধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে স্থানীয় মৎস্যজীবীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য প্রদান করেন।
আপনার মতামত লিখুন :