ঢাকা | বঙ্গাব্দ

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ভূরুঙ্গামারীতে আনন্দ মিছিল

  • প্রকাশিত : 22-01-2025
  • নিউজটি দেখেছেনঃ

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ভূরুঙ্গামারীতে আনন্দ মিছিল ছবির ক্যাপশন: জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ভূরুঙ্গামারীতে আনন্দ মিছিল
ad728

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শুভ আগমন উপলক্ষে ভূরুঙ্গামারীতে শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
ভূরুঙ্গামারী উপজেলা  জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মর্জলিসের সূরা সদস্য মোঃ আজিুজির রহমান সরকার। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলার আমীর মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কর্ম পরিষদর সদস্য মোঃ মিজানুর রহমান, উপজেলা কর্ম পরিষদের সদস্য  মোঃ কামাল হোসেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয় জামায়াত আমীর মোঃ মকবুল হোসেন, ভূরুঙ্গামারী উপজেলার  ছাত্র শিবিরের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, যুব বিভাগের অন‍‍ন‍্য তম সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুক। মিছিলটিতে স্থানীয় জামায়াতের বিপুল সংখক  নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত  সমাবেশে বক্তব্যে মোঃ আজিজুর রহমান সরকার বলেন আমীরে জামায়াতের সফরের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বলেন,এ সফর দলীয় কার্যক্রমকে নতুন গতি দেবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে।"তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
আগামী ২৪ জানুয়ারি (শুক্রবার) ডা.শফিকুর রহমানের কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বিশাল কর্মী সমাবেশে আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728