ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশিত : 09-01-2025
  • নিউজটি দেখেছেনঃ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবির ক্যাপশন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ad728

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার তেরো মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মহাদেবপুর বিএম কলেজের প্রথম বর্ষের ছাত্র ফারদিন এবং শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান। তারা নওগাঁ থেকে মোটরসাইকেলে করে মহাদেবপুর ফিরছিলেন। পথে তেরো মাইল এলাকায় রাস্তার পাশে দাঁড় করানো একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। গুরুতর আহত রেজুয়ানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে




ad728
ad728