বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলাতেই সমান জনপ্রিয় হয়ে উঠেছেন এ অভিনেত্রী। কখনও বাংলাদেশের সিরিজ ‘বাজি’তে সাংবাদিক অথবা ‘কাজলরেখা’র ঐতিহাসিক চরিত্র আবার কখনও পশ্চিমবঙ্গের ‘ও অভাগী’ বা ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’-এর মতো রহস্যধর্মী সিনেমার পর্দায়। মিথিলা এই সময়ে যখন পর্দায় পুরোদমে ব্যস্ত, তখনই ফাঁস করলেন আরেক রহস্য। এখন নাকি লাভ স্টোরিতে অরুচি ধরেছে তাঁর। পাশের বাড়ির মেয়ের ভূমিকায় আর ভালো লাগছে না মিথিলার। বাংলাদেশে এক সময়ে প্রচুর প্রেমের নাটকে অভিনয় করলেও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন এই ঘরানার কাজ থেকে বেরিয়ে এসেছেন স্রেফ ‘অরুচির’ কারণে।
অভিনেত্রীর ভাষ্য, ‘গতানুগতিক প্রেমের গল্পকে এড়িয়ে চলছি। কিন্তু প্রেমের গল্পে যে একেবারেই অভিনয় করতে চাই না, তা নয়। প্রথম কথা সেই গল্প ইন্টারেস্টিং হতে হবে। তাতে আমার চরিত্রও অন্যরকম হতে হবে এবং আমাকে পাশের বাড়ির মেয়ে ভাবাও বন্ধ করতে হবে। প্রেমের অধ্যায় শেষ, আর চাইছি না।’
কোরবানি ঈদের দুদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিথিলার নতুন সিরিজ ‘বাজি’। এই সিরিজে দীর্ঘদিন পর সাবেক জীবনসঙ্গী গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে অভিনয় করেন মিথিলা। আর তাতে মুক্তির আগেই দারুণ আলোড়ন তোলে ‘বাজি’।
তাহসানের সঙ্গে কাজ করা নিয়ে মিথিলা বলেন, ‘একটা লম্বা সফর পার করেছি এক সঙ্গে, এত কাজ করেছি। আমাদের দেখে দেখে দর্শকদের অভ্যাস হয়ে গিয়েছিল। আমার মনে হয় সেজন্যই আবার যখন স্ক্রিনে ব্যাক করেছি, মানুষ এতটা এক্সাইটেড।’
সাত পর্বের ‘বাজি’র গল্প ও চিত্রনাট্য করেছেন ভারত ও বাংলাদেশের আদিত্য সেন গুপ্ত ও হাসানাত। এই সিরিজে ক্রিকেটের সংকট তুলে আনা হয়েছে। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আগামী ৫ জুলাই মুক্তি পাবে মিথিলার নতুন সিনেমা ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। দুলাল দে পরিচালিত এই সিনেমাতে নার্সের ভূমিকায় অভিনয় করছেন মিথিলা, আর গোয়েন্দা হয়েছেন জিতু কমল। সিনেমার টিজার এবং ট্রেইলার প্রকাশ হয়েছে কিছুদিন আগে।
মিথিলা মানেই ব্যস্ত মানুষ। উপস্থাপনা, অভিনয়, চাকরি, পড়াশোনা করেও গানের জন্য সময় বের করতে ভোলেন না। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে তিনি নাম লিখিয়েছেন বড় পর্দায়। সেটা ঢাকা-কলকাতা দু’জায়গাতেই।
গত বছর কলকাতায় মুক্তি পায় মিথিলা অভিনীত ‘মায়া’। এই ছবির মাধ্যমেই কলকাতার সিনেমায় অভিষেক হয় তাঁর। কলকাতায় মিথিলার দ্বিতীয় সিনেমা ‘ও অভাগী’ মুক্তি পেয়েছে কিছুদিন আগে। এবার ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমা দিয়ে কলকাতায় হ্যাটট্রিক করবেন এই অভিনেত্রী।