২৬ জুন,বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন এর কনফারেন্স রুমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা চলে। সহযোগিতায় ছিল জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সভা ও কর্মশালার আয়োজন করা হয় উপজেলা প্রশাসন কর্তৃক এবং সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম।
বিশেষভাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হাই,থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম,উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের চেয়ারম্যান সহ অনেকে।
প্রতিপাদ্য বিষয় ছিল তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। ব্যক্তি থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের ভিতরে ধুমপান মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় সকলকে একযোগে কাজ করতে হবে।