ঠাকুরগাঁও প্রতিনিধি : গত ২৩/০৬/২০২৪ খ্রি. ঠাকুরগাঁও জেলার পুলিশ কর্তৃক মাদক উদ্ধারসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঠাকুরগাঁও কর্তৃক ঠাকুরগাঁও পৌরসভাধীন ০৮ নং ওয়ার্ডের অন্তর্গত মুন্সিপাড়া হতে গ্ ০১.৯৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ আসামী মোঃ উজ্জল ওরফে ডুগু (২৮), সাং-খালপাড়া, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ০২ নং চারোল ইউপির অন্তর্গত ০৫ নং ওয়ার্ডের মধ্য চারোল গ্রামস্থ পুরাতন দিঘি নামক স্থান থেকে মাদক সহ ০১। মোঃ মিলন আলী (১৯) ও ০২। শ্রী মন জয় চন্দ্র সিংহ, উভয় সাং- খালিপুর চেয়ারম্যান পাড়া, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানাধীন ১৭ নং জগন্নাথপুর ইউপির ০৫ নং ওয়ার্ডের অন্তর্গত ভালুকাই গ্রাম থেকে মাদক উদ্ধারসহ ০১. মোঃ লিটন মিয়া (৩০) ও ০২। মোঃ শাহিন (৩৫), উভয় সাং- জগন্নাথপুর, থানা- ঠাকুরগাঁও সদর জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা-০৫ টি, পীরগঞ্জ-০১, বালিয়াডাঙ্গী থানা-০৪ টি, রাণীশংকৈল থানা-০২, রুহিয়া-০১ ও ভূল্লী-০১ টি সহ সর্বমোট ১৪ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।