ঢাকা | বঙ্গাব্দ

মৌলভীবাজার পৌর ঈদগাহ ঈদের জামাতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন

  • আপলোড তারিখঃ 16-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 45202 জন
মৌলভীবাজার পৌর ঈদগাহ ঈদের জামাতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন ছবির ক্যাপশন: মৌলভীবাজার পৌর ঈদগাহ ঈদের জামাতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন
ad728

মৌলভীবাজার প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পৌর ঈদগাহের সমস্ত প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
রবিবার বিকেলে পৌর ঈদগাহের প্রস্তুতি কাজ দেখতে যান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এবং পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) ও ঈদগাহ কমিটির সভাপতি মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এসময় তারা ঈদগাহ কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সাথে ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, 'মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের নিয়মিত টিমের পাশাপাশি ঈদের দিন ভোর থেকে ঈদগাহ এলাকায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবেন। এছাড়া জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম ঈদগাহের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।'
ঈদগাহে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত সকাল ৬'৩০মিনিট,২য় জামাত ৭'৩০ মিনিট, ৩য় জামাত ৮'৩০মিনিটের সময় অনুষ্ঠিত হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, মৌলভীবাজার সদরের উপজেলা নির্বাহী অফিসার নাসরীন চৌধুরী, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম সহ আরও অনেকে।


নিউজটি পোস্ট করেছেনঃ সকালের শিরোনাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পাবনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন মেহেদী হাসান