একজন উপস্থাপিকা হিসেবে পরিচিতি অর্জন করেছেন সোনিয়া রিফাত। সেলিব্রিটি শো থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টের উপস্থাপনায় দেখা যায় তাকে। এর পাশাপাশি গো-গার্লস নামে একটি প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।
প্ল্যাটফর্মটি নারীদের ভ্রমণ নিয়ে কাজ করে থাকে। একজন প্রপার ট্রাভেল মেট, একটা নিরাপদ গ্রুপ বা প্রপার প্লানিংয়ের জন্য ঘুরতে যেতে পারে না অনেকে। তাদের সবার জন্যই গো-গার্লস প্ল্যাটফর্মটি করা হয়েছে বলে জানালেন সোনিয়া।
তিনি বলেন, আমাদের প্রধান কমিটমেন্ট হচ্ছে নিরাপত্তা। আমরা যে কোনো জেলায় ভ্রমণের আগে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করি। দেশের বাইরে ভ্রমণে থাকি অতিরিক্ত সাবধান। প্রতিটি ট্রিপে একজন নারী টিম লিডার থাকেন, যিনি যে কোনো সমস্যা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত।
সোনিয়া রিফাত আরও বলেন, ভ্রমণ একটি বিলাসিতা হলেও, আমরা এটিকে সবার হাতের নাগালে নিয়ে আসার চেষ্টা করি। আমাদের ট্রিপগুলো ডিজাইন করা হয় সাশ্রয়ী এবং উপভোগ্যভাবে।
জানা গেছে, প্রতিটা ট্রিপে ইয়োগা, মেডিটেশন সেশন এবং নানা রকম এক্টিভিটিজ রাখা হয়, যা শরীর আর মনকে করে সতেজ।
সোনিয়ার ভাষ্য, গো-গার্লস শুধু একটি ট্রাভেল এজেন্সি নয়। আমরা বিশ্বাস করি নারীদের সামনে এগিয়ে যাওয়ার পথে যে কোনো বাধা দূর করার মাধ্যমে তাদের শক্তিশালী সঙ্গী হয়ে ওঠাই আমাদের মূল লক্ষ্য।