চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঝীওরি মাজার গেইট আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কে, বাঁশখালী মুখী একটি সিএনজি দুর্ঘটনা ঘটেছে।
২৯ শে নভেম্বর শুক্রবার সকাল আনুমানিক ৬ টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
জানা যায়, সিএনজি টি যাত্রী নিয়ে মজ্জারটেক হতে বাঁশখালীর দিকে যাচ্ছিল। হঠাৎ গাছের সাথে ধাক্কা লেগে সিএনজিটি দুমড়ে মুছরে যায়।
এতে সিএনজি চালক সহ দুই যাত্রী গুরুতর আহত হয়।
এ সময় এলাকাবাসীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আনোয়ারা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওখানে প্রাথমিক চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিএনজিটি যাত্রী নিয়ে মজ্যারটেক হতে পেকুয়া দিকে যাচ্ছিল বলে জানা যায়। এতে ধারণা করা হচ্ছে আহতদের বাড়ি ফেকুয়ার দিকে।
সিএনজি টি উদ্ধার করে আনোয়ারা থানা হেফাজতে নিয়ে যায় আনোয়ারা থানার পুলিশ।
আনোয়ারা থানার এস আই মোহাম্মদ এরশাদ জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।
আহতদের প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘুমের কারণে দুর্ঘটনা টা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বলা বাহুল্য, আনোয়ারা বাঁশখালী সড়কে এই পর্যন্ত যতগুলো সিএনজি দুর্ঘটনা ঘটেছে, তার বেশিরভাগ দুর্ঘটনার কারণ, ঘুমের কারণ বলে মনে করেন সাধারণ মানুষ।