ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ার খামারকান্দি সুপার কিং ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট

  • প্রকাশিত : 29-11-2024
  • নিউজটি দেখেছেনঃ

বগুড়ার খামারকান্দি সুপার কিং ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট ছবির ক্যাপশন: বগুড়ার খামারকান্দি সুপার কিং ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট
ad728
মো. কামরুজ্জামান সম্পদ

খামারকান্দি সুপার কিং ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠান ডাকুরচক বায়তুল হামদ জামে মসজিদের সভাপতি ও শহর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান মতি।
শুক্রবার বিকেলে বগুড়া শহর ১৯নং ওয়ার্ডের খামারকান্দি প্রাইমারী স্কুল মাঠে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সমাজ কল্যান সংগঠনের সভাপতি খাইরুল ইসলাম রকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজাপুর ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সোহেল রানা, ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা শাহিন আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন মিল্লাত, রনি মিয়া, সাবেক ছাত্রদল নেতা ফয়সাল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন রাহি, মোহন, মিশু, স্বপন, নাজমুল, নাঈম, দিগান্ত,তানভীর, রহমান, হানিফ, আরিফ।
উক্ত খেলায় অংশ গ্রহন করেন খামারকান্দি মধ্যপাড়া একতা শান্তি সংঘ বনাম খামারকান্দি প্রামানিকপাড়া ব্রাদার্স স্কর্ট।
রাহির ধারা বর্ণনায় খেলা পরিচালনা করেন রাঙা এবং সহকারী রেফারি হিসেবে দ্বায়িত পালন করেন বুলবুল ও সিয়াম।




কমেন্ট বক্স
ad728
ad728
notebook

মাঝরাতে সাংবাদিকের মেসেজের ‘স্ক্রিনশট’ তুলে ফারিয়ার ফেসবুক পোস্ট

ad728