ঢাকা | বঙ্গাব্দ

পিরোজপুরে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : 29-11-2024
  • নিউজটি দেখেছেনঃ

পিরোজপুরে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: পিরোজপুরে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ad728
মো. আজিম হোসেন

ভারতীয় মদদদাতা জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে এ্যাডভুকেট সাইফুল ইসলাম আলিফ কে নির্মমভাবে কুপিয়ে শহীদ করা,মসজিদ ভাংচুর, কুরআন শরীফ পোড়ানো সহ রাষ্ট্রদ্রোহী সকল কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুরের সর্বস্তরের তৌহিদ জনগণের অংশগ্রহনে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদ চত্বরে শুক্রবার (২৯নভেম্ববর) জুমা বাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে কৃষ্ণচূড়ার মোড় প্রদক্ষিণ করে সরকারি বালক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে সরকারি মহিলা কলেজ মোড় হয়ে পূনরায় কেন্দ্রীয় মসজিদ চত্বরে শেষ হয়।সে খানে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ ছিদ্দকুল্লাহ ( ইমাম)
আরো উপস্থিত ছিলেন মাওঃ মোঃ আহসানউল্লাহ, ইমাম মুর্শেদ বাড়ি জামেমসজিদ, মাওঃ হাফিজুর রহমান, ইমাম বাইতুল আমান জামেমসজিদ বলাকা ক্লাব রোড়,মাওঃমোঃ আলামিন, ইমাম ডাক্তার বাড়ি জামেমসজিদ ভাইজোড়া, মাঃ মোঃ হাফিজুর রহমান, ইমাম ঈদগাহ জামেমসজিদ পিরোজপুর, আব্দুস সালাম বাতেন বীর মুক্তিযোদ্ধা ও বারবার নির্বাচিত কাউন্সিলার পিরোজপুর পৌরসভা, এছাড়াও সম্মানিত মেহমান বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক এ্যাড. সাইফুল ইসলাম আলিফ কে শহীদ, জাতীয় পতাকা অবমাননা সহ রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে।  আমারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তিনটি দাবি করছি , সঠিক তদন্ত করে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের  মাধ্যমে ফাঁসি দিতে হবে। ইসকনের নিবন্ধন বাতিল করতে হবে।ইসকনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।




কমেন্ট বক্স
ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

মাঝরাতে সাংবাদিকের মেসেজের ‘স্ক্রিনশট’ তুলে ফারিয়ার ফেসবুক পোস্ট

ad728