ঢাকা | বঙ্গাব্দ

শর্ত মানবে না বিসিবি, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ইঙ্গিত

  • প্রকাশিত : 29-11-2024
  • নিউজটি দেখেছেনঃ

শর্ত মানবে না বিসিবি, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ইঙ্গিত ছবির ক্যাপশন: শর্ত মানবে না বিসিবি, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ইঙ্গিত
ad728
ক্রিড়া প্রতিবেদক

দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট সচল করা এবং বিদেশে আসা-যাওয়ার নিশ্চয়তা- এ তিনটি শর্ত পূরণের দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে এসব বিষয়ে বিসিবি কোনো সুরাহা করতে ব্যর্থ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও খেলবেন না সাকিব বলে দাবি বাংলাদেশের গণমাধ্যমের। যা ইঙ্গিত দিচ্ছে দেশসেরা এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ।

সাকিব বর্তমানে একটি হত্যা মামলায় আসামি। এছাড়া শেয়ারবাজার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে তার বিরুদ্ধে। বিদেশে টাকা পাচার রোধে বাংলাদেশ ব্যাংক সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে।

বিসিবির একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম জানিয়েছে, সাকিব বিসিবিকে অনুরোধ করেছিলেন অন্তত ব্যাংক লেনদেন স্বাভাবিক করতে এবং দেশে খেলার সুযোগ করে দিতে। কিন্তু বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে।

এ ব্যাপারে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘সাকিবের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হওয়ায় বিসিবির কিছু করার সুযোগ নেই। তারা কেবল সরকারকে অনুরোধ করতে পারে মামলার তদন্ত দ্রুত শেষ করার জন্য।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। সাকিব দেশের মাঠে খেলতে পারে না, দলের সঙ্গে অনুশীলন করতে পারে না। শুধু বিদেশে খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাওয়া কঠিন।”

তবে সাকিব তার ক্যারিয়ারে বিদেশি লিগে খেলে জাতীয় দলে ধারাবাহিক পারফর্ম করে এসেছেন। বর্তমানে তিনি আবুধাবি টি-টেন লিগে খেলছেন এবং ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন নেই। মূলত বিসিবি তার শর্ত পূরণ করতে পারবে না বলেই সাকিবের জাতীয় দলে ফেরা এখন অনিশ্চিত।

অন্যদিকে, দলের অবস্থা আরও জটিল করেছে খেলোয়াড়দের চোট। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর পর এবার তাওহীদ হৃদয় চোটে পড়েছেন। ফলে টেস্ট দলের খেলোয়াড়দের দিয়েই ওয়ানডে স্কোয়াড গঠন করতে হবে। সম্ভাব্য দলে জাকির হাসান, মাহিদুল ইসলাম অংকন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয় এবং আফিফ হোসেনের মধ্যে চারজনকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি দুর্বল দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে, যা দলের ভবিষ্যৎ পারফরম্যান্সের জন্য বড় চিন্তার কারণ।




কমেন্ট বক্স
ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

মাঝরাতে সাংবাদিকের মেসেজের ‘স্ক্রিনশট’ তুলে ফারিয়ার ফেসবুক পোস্ট

ad728