রক্তাক্ত লাল গোলাপ
মো. মিলন হক
লাল গোলাপ তোমাকে ফিলিস্তিনের যুদ্ধ
বিধ্বস্ত ভূমিতে,বেঁচে থাকতে হবে।
শহীদের লাশের স্তূপে,বেঁচে থাকতে হবে।
শহীদের স্মৃতি হয়ে ,বেঁচে থাকতে হবে।
তোমার পাতায় স্বর্ণে লেখা রবে , শহীদের
বীরত্ব গাঁথা;থাকবে জনম দুখী মায়ের
আত্মত্যাগ। প্রতিটি পাতায় থাকবে ,
শহীদের রক্ত স্রোতের স্মৃতি।
তোমার প্রতিটি গুল্মে ও বৃন্তে থাকবে ,
মানুষের আর্তনাদের চিৎকার।
তোমার পাতায় লেখা থাকবে,সদ্যোজন্মাগত
শিশুর বাকরুদ্ধ হয়ে মৃত্যুর আর্তনাদ।
থাকবে শিশু-কিশোর- কিশোরী- যুবক- যুবতী
জোয়ান-বৃদ্ধ- বৃদ্ধার অকাল মৃত্যু।
অসংখ্য অসহায় সম্বলহীন মানুষের কান্না।
তোমার পাতার ভাঁজে ভাঁজে থাকবে।
সহস্র নিরপরাধ প্রাণের বলিদান।
যুদ্ধের বিভীষিকায় বেঁচে থাকতে হবে।
ধ্বংস স্তূপের মাঝে বেঁচে থাকতে হবে।
নতুন ভোরে ফোঁটার অপেক্ষায় থাকতে হবে।
ফিলিস্তানের নতুন সূর্যোদয় দেখার,
অপেক্ষায় বেঁচে থাকতে হবে।
নতুন ভোরে নতুন মানুষের হাতে যাওয়ার,
অপেক্ষায় বেঁচে থাকতে হবে।
তোমার ধ্বংস হলে চলবে না!
তোমাকে স্বাধীন ফিলিস্তিনের যুবতীর
কোমল কর হতে;তার প্রিয়তমের হাতে
যাওয়ার অপেক্ষায় বেঁচে থাকাতে হবে।
রক্তাক্ত লাল গোলাপ!
ফিলিস্তিনি কোমলমতি শিশুদের হাতের
এবং মানুষের মনোজগতের সৌন্দর্যকে
পরিস্ফুটিত করার জন্য, নতুন উদ্যমে
বেঁচে থাকতে হবে।রক্তাক্ত লাল গোলাপ!
তোমাকে ফিলিস্তিনের বিষ্ফোরণের দূষিত
হাওয়া নির্মূল করতে হবে।
তোমার ধ্বংস হলে চলবে না।
রক্তাক্ত লাল গোলাপ!