ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে প্রতি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক হবে

  • প্রকাশিত : 28-11-2024
  • নিউজটি দেখেছেনঃ

বিএনপি ক্ষমতায় এলে প্রতি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক হবে ছবির ক্যাপশন: বিএনপি ক্ষমতায় এলে প্রতি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক হবে
ad728
নিজস্ব প্রতিবেদক

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজিব জাফর চৌধুরী।

তিনি বলেছেন, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উত্তর সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে প্রাঙ্গণে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় জাফর আমার চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ডাক্তার ফারহানা আফরোজ চৌধুরী, বিএনপি নেতা ইলিয়াস বাবুল, কলেজের অধ্যক্ষ অজিত কান্তি দাশসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা জানান, গ্রামের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে, প্রতিমাসে একবার করে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হবে।




কমেন্ট বক্স
ad728
ad728
notebook

মাঝরাতে সাংবাদিকের মেসেজের ‘স্ক্রিনশট’ তুলে ফারিয়ার ফেসবুক পোস্ট

ad728