শিক্ষার্থীদের দাবির মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ, ময়নাদ্বীপের নৈসর্গিক সৌন্দর্য রক্ষা এবং পরিযায়ী পাখিদের বিচরণের জন্য অভয়ারণ্য তৈরি ও রক্ষা কমিটি গঠন করা হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রেজিস্ট্রার তামজিদ হোছাইন স্বাক্ষরিত ঠিঠির মাধ্যমে। কমিটি গঠনের ৬০ দিন পার হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি গঠিত এই কমিটি।
সরজমিনে গিয়ে দেখা যায়,ইতোমধ্যেই পরিযায়ী পাখি আসতে শুরু করেছে।ময়নাদ্বীপের চারপাশ পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত।কিন্তু পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করণে গঠিত কমিটির কোনো কার্যক্রম চোখে পড়েনি।এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন" আগের প্রশাসনের কাছে আমরা জিম্মি ছিলাম তারা ছাত্রলীগের কাছে সব কিছু দিয়েে দিয়েছিল।আমরা বর্তমান প্রশাসনের তৎপরতায় আমরা কিছুটা আস্থা ফিরে পেয়েছিলাম।কিন্তু তারাও আগের প্রশাসনের পথে হাঁটছে কমিটি গঠন হয় ঠিকই কিন্তু কার্যকারিতা নেই"
অফিস আদেশ থেকে জানা যায়,উক্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হুমায়রা মাহমুদ।সদস্য হিসেবে আছেন ড. নাহিদ সুলতানা,তানজিনা আলম, মেহেদি হাসান,নিশাত ফারাবি প্রমুখ।
এ বিষয়ে উক্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক হুমায়রা মাহমুদ বলেন,"আমরা এই প্রজেক্টের প্রফোজাল নিয়ে কাজ করছি। সেটার জন্য আমরা আমরা বন ও পরিবেশ মন্ত্রণালয়ে আবেদন করবো।আমরা বর্তমানে সেটার জন্যই ফোকাস করছি।এখনো সরজমিনে গিয়ে কাজ শুরু করেনি।