ঢাকা | বঙ্গাব্দ

কায়দা করে বেঁচে থাকো

  • প্রকাশিত : 26-11-2024
  • নিউজটি দেখেছেনঃ

কায়দা করে বেঁচে থাকো ছবির ক্যাপশন: কায়দা করে বেঁচে থাকো
ad728

কায়দা করে বেঁচে থাকো
      মো. মিলন হক

 ফিলিস্তিনি তোমরা তোমাদের মাতৃভূমিতে
  শোষিত,বঞ্চিত, নিপতিত,নির্যাতিত হচ্ছ!
  যুদ্ধ,দুঃখ, কষ্ট,বেদনা, আহাজারির মাঝে ,
      কায়দা করে বেঁচে থাকো।
  নক্ষত্র খচিত তারার মতো ঝড়ে পড়ো না!
 তাজা প্রাণ ইসরাইলের থাবার মুখে মেলে দিও না;

নিজেকে ইসরাইলের থাবার সম্মুখে রুখে,
        দাঁড়ানোর চেষ্টা করো।
      কায়দা করে বেঁচে থাকো।
  প্রকৃতির বৈরি আবহাওয়ার মাঝে বণ্যপ্রাণী
    নিজেকে,কায়দা করে বাঁচিয়ে রাখে।
    তোমরাও কায়দা করে বেঁচে থাকো।
 সমুদ্রের পানি বোমা বিস্ফোরণে বিষাক্ত হয়ে যাচ্ছে

তবুও প্রাণী গুলো কায়দা করে থাকে।
যুদ্ধে তোমাদের চির উর্বর ভূমি মরুভূমিতে পরিণত হচ্ছে

তবুও কায়দা করে বাঁচিয়ে
    রেখো ফসলের বীজ কে।
তোমাদের নতুন প্রজন্মের হাতে দেওয়ার জন্য,
   কায়দা করে বাঁচিয়ে রাখো।
 পাখি হারাচ্ছে নীড়,কমে যাচ্ছে কিচিরমিচির
  তবুও;যেন ধ্বংস স্তূপের মাঝে কায়দা করে
 বেঁচে থাকে সেই ব্যবস্থা করো।
 তোমাদের পোষা প্রাণী গুলোর অস্তিত্ব বিলীন
 হয়ে যাচ্ছে তবুও;যেন সবুজ পৃথিবীর মায়া

সহজে যেন না ছাড়ে। ধ্বংস স্তূপের মাঝে ,
 কায়দা করে বাঁচিয়ে রাখো।
তোমাদের নতুন প্রজন্মের কাছে,শোষিত ও নির্যাতিত হওয়ার ইতিহাস তুলে ধরার জন্য
কায়দা করে বেঁচে থাকো।
কায়দা করে বেঁচে থাকো,ইসরাইলি সৈন্যদের খতম করার জন্য।
কায়দা করে বেঁচে থাকো,স্বাধীন ফিলিস্তিনের
নিশান ঊর্ধ্ব গগনে মেলে ধরার জন্য।




কমেন্ট বক্স
ad728
ad728
notebook

মাঝরাতে সাংবাদিকের মেসেজের ‘স্ক্রিনশট’ তুলে ফারিয়ার ফেসবুক পোস্ট

ad728