দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন জিল বাংলা সুগার মিলস্ এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের ট্রেনে কাটা দ্বিখন্ডিত লাশ পাওয়া গিয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করেন।
স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা অভিমুখি তিস্তা এক্সপ্রেসে। লাশের কোন পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বৃদ্ধের বয়স অনুমান করা হচ্ছে ৬৫ বছর। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে।