'সুস্থতায় হোক আমাদের অঙ্গীকার' এই প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল থেকে শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম। এছাড়াও, বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ সোহানুর রহমান,সমিতির অর্থ সম্পাদক সলেমান আলী, ডাঃ অপূর্ব রায় প্রমুখ।