দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা ভূরুঙ্গামারীতে ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব সহ-সভাপতি এস,এম গেলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) তাহমিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীব মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন সাবেক জেলার, বীব মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু, সাংবাদিক রবিউল আলম লিটন, সাংবাদিক রফিকুল হাসান রনজু। আলোচনা সভা সঞ্চালনা করেন মাই টিভি প্রতিনিধি মাঈদুল ইসলাম মুকুল।
উল্লেখ্য, ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলা সারাদেশের মধ্যে প্রথম হানাদার মুক্ত হয়।