ঢাকা | বঙ্গাব্দ

মোহনগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশিত : 04-11-2024
  • নিউজটি দেখেছেনঃ

মোহনগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ছবির ক্যাপশন: মোহনগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
ad728

হৃদয় রায় সজীব : নেত্রকোনা জেলার  মোহনগঞ্জ উপজেলার টুনাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের টুনাই নদী থেকে মধ্য বয়সী ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধনু নদী বা অন্য কোন নদী দিয়ে লাশ ভেসে এখানে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় সনাক্তে পিবিআইয়ের সাথে কথা বলেছি। তারা প্রযুক্তির মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করবে। এছাড়া দেশের সকল থানায় এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কয়েকদিন আগে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে দেহটি পঁচে গলে গিয়েছে। আগামীকাল সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।




কমেন্ট বক্স
ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728
notebook

মাঝরাতে সাংবাদিকের মেসেজের ‘স্ক্রিনশট’ তুলে ফারিয়ার ফেসবুক পোস্ট

ad728