ঢাকা | বঙ্গাব্দ

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

  • আপলোড তারিখঃ 11-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 87562 জন
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ ছবির ক্যাপশন: জেলা প্রশাসনের আয়োজনে যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ
ad728

অনুকুল চন্দ্র দেব : মৌলভীবাজারে ২০২৩-২০২৪ অর্থ বছরের যুব কল্যাণ তহবিল হতে নির্বাচিত যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন আয়োজনে আজ সোমবার (১০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
অনুষ্ঠানে ৮টি সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। তার মধ্যে ৭টি সংগঠনের মধ্যে ৫০ হাজার টাকার চেক এবং ১টি সংগঠনকে ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দিন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক ফরহাত নূর।
এসময় জেলা প্রশাসক বলেন, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, জনসচেতনতামূলক কার্যক্রমসহ সব ধরনের সামাজিক উন্নয়নে দেশের সংগঠন সমূহ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। সংগঠন সমূহকে আরো বেশি গতিশীল ও কার্যকর করে গড়ে তুলতে প্রতিবছরের ন্যায় এবারো মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বলেই এ প্রনোদনার মাধ্যমে সংগঠন সমূহ দারুণ ভাবে উৎসাহিত হবে। দেশ ও জাতি গঠনে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে সমর্থ হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ সকালের শিরোনাম

কমেন্ট বক্স