ঢাকা | বঙ্গাব্দ

পরমব্রতর বিয়ের ছবি নিয়ে রহস্যটা কী!

  • প্রকাশিত : 23-10-2024
  • নিউজটি দেখেছেনঃ

পরমব্রতর বিয়ের ছবি নিয়ে রহস্যটা কী! ছবির ক্যাপশন: পরমব্রতর বিয়ের ছবি নিয়ে রহস্যটা কী!
ad728

বিনোদন প্রতিবেদক : আমি যা দেখছি, আপনারাও কি তাই দেখছেন? আমি যা ভাবছি, আপনারাও কি তাই ভাবছেন? তাহলে দ্রুতই একটু খোঁজ নিন। বর-বধূ বেশে দাঁড়ানো দুজনের ছবি জুড়ে দিয়ে এমন শব্দ চয়নে সোশ্যাল মিডিয়ায় কৌতূহলী একটি পোস্ট দিয়েছিলেন সিনিয়র বিনোদন সাংবাদিক তুষার আদিত্য। তার সেই ফেসবুক পোস্টে অনেকেই ছবিটি সম্পর্কে জানতে চেয়েছেন।

তুষার আদিত্য যে ছবিটি পোস্ট করেছিলেন, সে ছবির একজন খুবই পরিচিত। তিনি কলকাতার জনপ্রিয় নির্মাতা - অভিনেতা পরমব্রত চ্যাটার্জি । অন্যজন বাংলাদেশি সংস্কৃতিকর্মী ও চিকিৎসক শ্রেয়া সেন। ছবিটি প্রথম দেখায় যে কেউ ভাববেন - এটি বুঝি পরমব্রতর সত্যিকারের বিয়ের ছবি! অথচ কিছুদিন আগেই তো পরম-পিয়া মহাসুখে সংসার শুরু করলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জুন মাসে পরমব্রত বাংলাদেশে একটি ফটোস্টোরিতে কাজ করেছিলেন। সেটিতে তার সহশিল্পী ছিলেন মডেল ও ডাক্তার শ্রেয়া সেন। তিনি পিজি হাসপাতালে ফরেন্সিক মেডিসিনে এমডি পোস্ট গ্র্যাজুয়েশন করছেন। পাশাপাশি একজন সংস্কৃতিকর্মী শ্রেয়া সেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার আর পরমব্রতর ১১০টা ছবি নিয়ে তৈরি হয়েছিল ফটোস্টোরি। এটি রবি ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে নির্মিত। সঙ্গে ছিল পরমব্রত ও শ্রেয়ার কবিতা আবৃত্তি। বনের দীঘি প্রোডাকশন হাউসে থেকে নির্মাতা ও স্থপতি ফওজিয়া জাহান, ক্রিয়েটিভ ডিরেক্টর সিএফজামানের নির্দেশনায় ফটোস্টোরিটি নির্মিত হয়।

শেষের কবিতা শীর্ষক ফটোস্টোরিটির প্রদর্শন হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আর এটি সোশ্যাল মিডিয়াতেই শুধু অবমুক্ত করা হয় বলে জানান শ্রেয়া সেন।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728