ঢাকা | বঙ্গাব্দ

সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব আজ মহা অষ্টমী

  • প্রকাশিত : 11-10-2024
  • নিউজটি দেখেছেনঃ

সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব আজ মহা অষ্টমী ছবির ক্যাপশন: সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব আজ মহা অষ্টমী
ad728

জাহাঙ্গীর আলম : বেজে উঠেছেন আলোর বেণু, মেতে উঠেছে ভুবন। আনন্দময়ীর আগমনী গীতি স্পন্দিত হচ্ছে সমগ্র বিশ্ব চরাচর।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ ই অক্টোবর রবিবার হতে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব , শারদীয় দুর্গোৎসব । আজ মহা অষ্টমী, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা উদয়ন দুর্গা মন্দির প্রতি বছরের ন্যায় এই বছরও স্বতঃস্ফূর্তভাবে পালন করছে সনাতন ধর্মাবলীদের মহাউৎসব দুর্গাপূজা।
দেখা যায় দর্শনার্থীদের উৎসব মুখর পরিবেশ উৎসে পড়া ভিড় আনোয়ারা উদয়ন দুর্গা মন্দিরে।
 ছোট বড় সকলে নতুন জামা কাপড় পরে পূজা মন্ডপে আসছেন মা দুর্গার আশীর্বাদ পাওয়ার আশায় সুশৃংখল এবং শান্তিপূর্ণ পরিবেশে দর্শনার্থীরা আসছেন পূজা মন্ডরে।
 বিভিন্ন ধরনের ঝলমলে বাতি জ্বালিয়ে ভক্তরা সুসজ্জিত করেছে পূজা মণ্ডপ।
ঢাক ঢোলের তালে নাচছে ছোট ছোট কোমলমতি শিশুরা। কেউ আবার আনন্দে আতস বাজি পটাকা ফাটিয়ে আনন্দ উপভোগ করছে । কেউবা প্রার্থনা করছে কল্যাণের আশায়।
ঢাকের বাদ্য , শঙ্খ ধ্বনি , ছড়িয়ে দিতে শান্তির বাণী, বছর ঘুরে আবার এলো , দুর্গার আগমনী।
 মুছে যাক জ্বরা ব্যাধি , গুছে জাগ গ্লানি , শুদ্ধ হোক সুখী হোক জগতের সকল প্রাণী।
আনোয়ারা উদয়ন দুর্গা মন্দির পূজা উদযাপন পরিষদ ২০২৪ শে যারা রয়েছেন , সভাপতি - শ্রী রাজিব শীল মহাজন । সহ-সভাপতি - শ্রী রতন মহাজন , মাধব নাগ, টিস্ু কুমার শীল , নিখিল শিকদার । সাধারণ সম্পাদক -শ্রী রানা দে । সহ-সাধারণ সম্পাদক - শ্রী রাহুল শীল , অভি বিশ্বাস , আকাশ দাস , নয়ন বল । অর্থ সম্পাদক - শ্রী সৌরভ নন্দী । সহ অর্থ সম্পাদক - শ্রী রুবেল দাস , তন্ময় দত্ত , প্রান্ত আইচ, বিজয় সরকার , সুজন দাস । সাংগঠনিক সম্পাদক - আকাশ শীল । সহ সাংগঠনিক সম্পাদক- শ্রী ইমু বল স্বয়ন বল, দেবাশীষ দত্ত । ধর্ম বিষয়ক সম্পাদক - শ্রী রকি নাগ। সহ ধর্ম বিষয়ক সম্পাদক - শ্রী জয় চৌধুরী , রাজু দেবনাথ , জয় দাস । প্রচার সম্পাদক - শ্রী রনি শিকদার । সহ প্রচার সম্পাদক - স্ত্রী সুকান্ত বল , রনি দাস , ইমন সেন । দপ্তর সম্পাদক- শ্রী অংকন দাস । সহ দপ্তর সম্পাদক- শ্রী বিশাল গুপ্ত , অথই দাশগুপ্ত , রিপন শীল , ইমন নন্দী । আপ্যায়ন সম্পাদক - শ্রী শিবলু আইচ । সহ আপ্যায়ন সম্পাদক - শ্রী অভিনন্দী, প্রান্ত দাস । সাংস্কৃতিক সম্পাদক- শ্রী শ্রাবণ দত্ত । সহ সাংস্কৃতিক সম্পাদক - শ্রী শুভ দাস , অনন্ত বল , নিঝুম শিকদার ও মিশু দাস।




কমেন্ট বক্স
ad728
ad728
notebook

মাঝরাতে সাংবাদিকের মেসেজের ‘স্ক্রিনশট’ তুলে ফারিয়ার ফেসবুক পোস্ট

ad728