ঢাকা | বঙ্গাব্দ

কলকাতা যাওয়ার পথে গুলিবিদ্ধ গোবিন্দ, আরও যা জানা গেল

  • আপলোড তারিখঃ 01-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19194 জন
কলকাতা যাওয়ার পথে গুলিবিদ্ধ গোবিন্দ, আরও যা জানা গেল ছবির ক্যাপশন: কলকাতা যাওয়ার পথে গুলিবিদ্ধ গোবিন্দ, আরও যা জানা গেল
ad728

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। মূলত কলকাতায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু পথেই নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে পায়ে লেগেছে গোবিন্দের।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, মঙ্গলবার (১ অক্টোবর), ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। ঠিক সেই সময়ে গোবিন্দ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ ভোরের ফ্লাইটে তার কলকাতায় যাওয়ার কথা ছিল। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। মুম্বাইয়ের একটি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে তাকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গুলি তার হাঁটুতে লেগেছে।

এদিকে সংবাদ সংস্থা এএনআইকে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, আজ ভোর থেকেই কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। ঘটনার সময় তার লাইসেন্স করা রিভলবারটি খাপে ঢোকাতে গিয়ে, সেটি তার হাত থেকে পড়ে যায়। কিন্তু রিভলবারটি মাটিতে পড়তেই সেটি থেকে একটি গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে।

তিনি আরও বলেন, মূলত কলকাতায় একটি শো করার জন্য আমাদের সকাল ৬টায় বিমান ছিল। আমি আগেই বিমানবন্দরে পৌঁছে যাই। গোবিন্দ স্যার তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনার প্রস্তুতি নিচ্ছিলেন। আর তখনই দুর্ঘটনাটি ঘটে। যতটা জানতে পেরেছি, রিভলবারটি আলমারিতে রাখার সময় পড়ে গিয়ে গুলি ছুটে যায়। ঈশ্বরের আশীর্বাদে স্যারের শুধুমাত্র পায়ে আঘাত লেগেছে। গুরুতর কিছু ঘটেনি।

সবশেষ খবর চিকিৎসকরা গোবিন্দর পা থেকে গুলি বের করে দিয়েছেন। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ সকালের শিরোনাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ