ঢাকা | বঙ্গাব্দ

বগুড়া সদর উপজেলা ও পৌর সহকারী শিক্ষকদের আয়োজনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 01-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19267 জন
বগুড়া সদর উপজেলা ও পৌর সহকারী শিক্ষকদের আয়োজনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বগুড়া সদর উপজেলা ও পৌর সহকারী শিক্ষকদের আয়োজনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
ad728

মো. কামরুজ্জামান সম্পদ : বগুড়ায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রেজিঃ নং এস-১২১৯৮/১৫ সদর উপজেলা ও পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি শিক্ষক সমাজ উপজেলা শাখার সভাপতি উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন পৌর শাখার সভাপতি জায়দুল হক জাহিদ,উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর শাখার সাধারণ সম্পাদক আলী আকবর খান।
শিক্ষক সমাজ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলামের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন নূর আলম, মানিক, জাহাঙ্গীর, ফাইম,নজরুল ইসলাম, ফরহাদ,নাহিদ, খালেকুজ্জামান, তওফিক, নাহিদ,বাঁধন, জেনিচ, সোহেল,মুসা,রিপু,শফিকুল, ইমরুল, শামিমা,উম্মে রায়হানা,দীপক রঞ্জন দাস প্রখুম। মানববন্ধন শেষে বগুড়া সদর উপজেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ সকালের শিরোনাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ