জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : ৮৪ দিন পর কারামুক্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক ময়েন উদ্দিন ময়েনকে বরণ ও সংবর্ধনা দিয়েছেন নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্ত হলে বিএনপি নেতা মো. তসলিম উদ্দিন, আরোজ আলী, মো. আব্দুল জলিজ, মো. বাবু, মো. শফী, আসাদুজ্জামান, ওয়াসিম, ইসমাইল, আব্দুল্লাহ ও জীবননগর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তাকে বরণ করেন।
পরে বিকেলে ময়েন উদ্দিন ময়েন ঝিনাইদহ-চুয়াডাঙ্গার সীমানারেখায় পৌঁছেলে তাকে বরণ করেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরে তাকে জীবননগর উপজেলা মুক্তমঞ্চে সংবর্ধনা দেওয়া হয়।