ঢাকা | বঙ্গাব্দ

সালথায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 01-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19385 জন
সালথায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সালথায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ad728

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার(১ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বর, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস প্রমূখ।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, এবছর উপজেলায় ৪৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা ঘিরে থাকবে কড়া নিরাপত্তা। পুলিশ, সেনাবাহিনী ও আনছার মাঠে থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ সকালের শিরোনাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ