ঢাকা | বঙ্গাব্দ

বরগুনায় ৫ দফা দাবীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের মানববন্ধন

  • প্রকাশিত : 16-10-2025
  • নিউজটি দেখেছেনঃ

বরগুনায় ৫ দফা দাবীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের মানববন্ধন ছবির ক্যাপশন: বরগুনায় ৫ দফা দাবীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের মানববন্ধন
ad728

পিআরসহ ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত। সকাল ১০ টায় ইসলামী  আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে  জেলা সেক্রেটারী মাওলানা আব্দুস শাকুর এর সঞ্চালনায় মুফতী মিজানুর রহমান কাসেমী এর সভাপতিত্বে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমী, সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর,  উপদেষ্টা মুফতী ওমর ফারুক জিহাদী, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী আবু সালেহ জিহাদী, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হক মাসুম বিল্লাহ, বরগুনা সদর উপজেলা সেক্রেটারি ডা. কামরুল ইসলাম, আমতলী উপজেলা সেক্রেটারি গাজী মুহাম্মদ বাইজিদ।

আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম আকন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা আহ্বায়ক এম মাহাদী হাসান আল হাদী,সদস্য আব্দুর রহমান প্রমূখ। 

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ  ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। 

বক্তারা পিআরসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির উপরে বক্তব্য রাখেন, 

১. জুলাই সনদদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। 

২. জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি হতে হবে। 

৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। 

৪.গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 

৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যকর নিষিদ্ধ করতে হবে।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728