ঢাকা | বঙ্গাব্দ

অজুহাত নয়, অধ্যবসায়ের জেদে সফল রাবি’র দুই তরুণ

  • প্রকাশিত : 27-09-2025
  • নিউজটি দেখেছেনঃ

অজুহাত নয়, অধ্যবসায়ের জেদে সফল রাবি’র দুই তরুণ ছবির ক্যাপশন: অজুহাত নয়, অধ্যবসায়ের জেদে সফল রাবি’র দুই তরুণ
ad728
আমাদের দেশের অধিকাংশ মানুষ নানা অজুহাতে জীবনের মূল্যবান দিনগুলো হেলায় পার করে দেন। কথায় আছে—“বাঙালীর তিন হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত।” কিন্তু সেই অজুহাতের বেড়াজাল ভেঙে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সহপাঠী মেধাবী তরুণ প্রমাণ করেছেন যে স্বপ্ন ও অধ্যবসায়ের কাছে দারিদ্র্য কোনো বাধা নয়।

দরিদ্র পরিবারের সন্তান রানা ও শাহাদাত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের একই কক্ষের রুমমেট। তারা দুজনেই ছিলেন স্বপ্নবাজ তরুণ। দিনমজুরের সন্তান হয়েও অক্লান্ত পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে তারা নিজেদের স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে গেছেন। শেষ পর্যন্ত এক বছরের ব্যবধানে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে দেখিয়ে দিয়েছেন, সংগ্রাম ও অধ্যবসায়ের শক্তি কতটা বড় হতে পারে।

তাদের এই সাফল্যের খবর ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাম-শহর সর্বত্র আলোড়ন তুলেছে। গ্রামবাসীরা বলছেন, শাহাদাত ও রানা শুধু তাদের পরিবারের নয়, সমাজের গর্বও বটে। সবাই তাদের জীবনের অব্যাহত সাফল্য কামনা করছেন।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728