ঢাকা | বঙ্গাব্দ

মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দেরিতে আসা নিয়ে ক্ষোভ

  • প্রকাশিত : 25-09-2025
  • নিউজটি দেখেছেনঃ

মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দেরিতে আসা নিয়ে ক্ষোভ ছবির ক্যাপশন: মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দেরিতে আসা নিয়ে ক্ষোভ
ad728

ভোলার মনপুরা উপজেলার ০৮ নং চরকৃষ্ণ প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত দেরিতে স্কুলে আসার অভিযোগ উঠেছে। ফলে শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে এলেও পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার পরও স্কুলে শিক্ষকরা উপস্থিত হননি। এ সময় শিক্ষার্থীরা মাঠে ও বারান্দায় খেলাধুলা ও ক্যারাম খেলায় ব্যস্ত ছিল। শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক মো. বাহাউদ্দিন হাং এবং সহকারী শিক্ষিকা ঝর্ণা আক্তার—উভয়েই স্বামী-স্ত্রী—প্রতিদিন সকাল সাড়ে ১০টার পর স্কুলে আসেন।

পরে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে একসঙ্গে মোটরসাইকেলে করে তারা স্কুলে পৌঁছান। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাহাউদ্দিন হাং দাবি করেন, তিনি সকাল ৯টায় এসে শিক্ষার্থীদের ডেঙ্গু টিকার কার্ড সংগ্রহ করতে হাটে গিয়েছিলেন। আর তার সহকর্মী ঝর্ণা আক্তার বৃষ্টির কারণে দেরি করে এসেছেন। তবে সাংবাদিকদের প্রশ্নে ঝর্ণা আক্তার কোনো জবাব দেননি।

বিদ্যালয়ের অপর শিক্ষক মো. ফারুক জানান, তিনি সকাল ৯টায় পতাকা উত্তোলন করে শ্রেণিকক্ষ খোলেন। তখন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা কেউই উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, এ ধরনের কোনো অভিযোগ আগে আসেনি। তবে সম্প্রতি একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728