ঢাকা | বঙ্গাব্দ

সীতাকুণ্ডে প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা: ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীল প্রদর্শনী

  • প্রকাশিত : 25-09-2025
  • নিউজটি দেখেছেনঃ

সীতাকুণ্ডে প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা: ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীল প্রদর্শনী ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা: ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীল প্রদর্শনী
ad728

চট্টগ্রামের সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরসদর কলেজ রোডে অবস্থিত বিদ্যালয়ের প্রাকপ্রাথমিক শ্রেণিকক্ষে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় ৫ম শ্রেণির শিক্ষার্থীরা নানা সৃজনশীল প্রজেক্ট প্রদর্শন করে। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী উপস্থাপনাগুলোর মধ্যে ছিল—ভূমিকম্পের সতর্কবার্তা, সৌরজগত, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, খাদ্যজাল, আগ্নেয়গিরি (ভলকানো), গ্রীনহাউস ও পানিচক্র। এসব প্রজেক্ট শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে তোলার পাশাপাশি শৈশব থেকেই বিজ্ঞানের প্রতি ভীতি দূর করার প্রয়াসকে স্পষ্ট করে তোলে।
প্রধান শিক্ষক সুলতানা ইয়াসমিনের সা‌র্বিক সহযোগিতায় আয়োজিত এই মেলা ঘিরে শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মেলা প্রাঙ্গণে ভিড় জমে যায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রজেক্ট উপস্থাপন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায় এবং অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হয়ে ওঠে।




ad728
ad728