চট্টগ্রামের সীতাকুণ্ডে তাহমিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার রাত ৯টার দিকে উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড গোলাবাড়িয়া বাকের মাস্টার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তাহমিনা ওই বাড়ির মাইনুল ইসলামের স্ত্রী ও সাত বছরের এক সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলকর্মী মাইনুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তাহমিনার। সংসারজীবনে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব ও টানাপোড়েন চলছিল। এরই মধ্যে সোমবার সন্ধ্যার পর পরিবারের অগোচরে তিনি শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তাহমিনার আত্মীয় ফরহাদ জানান, “আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি লাশটি ঝুলানো অবস্থায় আছে, তবে পা মাটিতে ছোঁয়া। স্বামী ও শ্বশুরবাড়ির কাউকে পাইনি। আমাদের কাছে বিষয়টি রহস্যজনক মনে হয়েছে।”
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই নূর হোসাইন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে স্বামী ও শ্বশুরবাড়ির কেউ উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের কারণে আত্মহত্যা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না।”
আপনার মতামত লিখুন :