ঢাকা | বঙ্গাব্দ

সৈয়দপুরে ট্রান্সফরমারসহ চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ১

  • প্রকাশিত : 22-09-2025
  • নিউজটি দেখেছেনঃ

সৈয়দপুরে ট্রান্সফরমারসহ চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ১ ছবির ক্যাপশন: সৈয়দপুরে ট্রান্সফরমারসহ চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ১
ad728
নীলফামারীর সৈয়দপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ একটি বাড়ি থেকে বহুমূল্যের ট্রান্সফরমা ও নানান চোরাই সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় বাড়ি মালিক মোঃ আমিনুল ইসলাম (৫০)-কে আটক করা হয়েছে।

অভিযানটি বৃহস্পতিবার সকাল ১১টায় আদানির মোড় সংলগ্ন বকসাপাড়া এলাকায় পরিচালনা করা হয়। অভিযানে একটি বড় ট্রাকসহ ২টি ট্রান্সফরমা এবং নেসকোর বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।

নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী জানান, জব্দকৃত ট্রান্সফরমা ও সরঞ্জাম নেসকোর চুরি হওয়া মালামাল। মূলত এই চক্র বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমা ও সরঞ্জাম চুরি করে এই বাড়িতে সংরক্ষণ করত।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ ওয়াদুদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ট্রান্সফরমা চোর চক্রের সক্রিয় সদস্যরা একটি ট্রাকে মালামাল পরিবহন করে বাড়ির পাশে একটি গোডাউনে সংরক্ষণ করতে চেয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোররা পালিয়ে যায়, তবে একজনকে আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

উদ্ধারকৃত সমস্ত সামগ্রী নেসকোর সম্পত্তি। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728