মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় ইতালী প্রবাসীসহ চারজন গুরুতর জখম হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের একদল সশস্ত্র ব্যক্তি হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ইতালী প্রবাসীসহ চারজন গুরুতর আহত হন। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
আহতদের মধ্যে ইতালী প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপর আহত তিনজনেরও শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :