ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালী পৌর সদরের আশকরিয়া সড়কে ড্রেইন নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত : 26-08-2025
  • নিউজটি দেখেছেনঃ

বাঁশখালী পৌর সদরের আশকরিয়া সড়কে ড্রেইন নির্মাণ কাজের উদ্বোধন ছবির ক্যাপশন: বাঁশখালী পৌর সদরের আশকরিয়া সড়কে ড্রেইন নির্মাণ কাজের উদ্বোধন
ad728

বাঁশখালী পৌরসভা সদরের অন্যতম ব্যস্ততম ও বহুল আলোচিত আশকরিয়া সড়কে অবশেষে বহুল প্রত্যাশিত ড্রেইন নির্মাণ কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এ সড়কে কার্যকর ড্রেইনের অভাবে পানি জমে থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। নানা দাবিদাওয়া ও আলোচনা-সমালোচনার পর সোমবার (২৫ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে ড্রেইন নির্মাণের সীমানা নির্ধারণ এবং কাঁচা ড্রেইনের কাজ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব আমির হোসেন এবং স্থানীয় সাংবাদিক মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী। তাঁদের তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় উন্নয়নকাজের কার্যক্রম উদ্বোধন করা হয়।
স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি আশকরিয়া সড়কটি বাঁশখালী পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সঠিক ড্রেইনেজ ব্যবস্থার অভাবে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। হাঁটুসমান পানি জমে থাকার কারণে চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিত, স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এমনকি জলাবদ্ধ পানি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছিল।
ড্রেইন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের মতে, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আশকরিয়া সড়ক থেকে অবশেষে দুর্ভোগের অবসান ঘটবে। এলাকাবাসী আশা করছেন, এ কাজ দ্রুত সম্পন্ন হলে সড়কের সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা বৃদ্ধি পাবে এবং পৌরসভার অন্যতম একটি সমস্যা চিরতরে সমাধান হবে ।
পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম বলেন, “এটি পৌরসভার একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ। আশকরিয়া সড়ক ঘিরে বহু অভিযোগ ও সমস্যার কথা শোনা হতো। আজকে সেই সমস্যার সমাধানের পথে প্রথম পদক্ষেপ নেওয়া হলো।”
সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব আমির হোসেন বলেন, “ড্রেইন নির্মাণের কাজ সঠিকভাবে সম্পন্ন হলে আশকরিয়া সড়ক হবে জলাবদ্ধতামুক্ত। এলাকাবাসীর সহযোগিতা থাকলে কাজ খুব দ্রুত শেষ করা সম্ভব হবে।”




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728