ঢাকা | বঙ্গাব্দ

অবসরের দুই বছরেও মেলেনি পেনশনের টাকা মানবেতর জীবন

  • প্রকাশিত : 21-08-2025
  • নিউজটি দেখেছেনঃ

অবসরের দুই বছরেও মেলেনি পেনশনের টাকা মানবেতর জীবন ছবির ক্যাপশন: অবসরের দুই বছরেও মেলেনি পেনশনের টাকা মানবেতর জীবন
ad728

বরিশালের বাকেরগঞ্জ কলসকাঠী ইউনিয়ন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. সোহরাব হোসেন বেপারী দুই বছর আগে চাকরি থেকে অবসর নিলেও আজ পর্যন্ত তার প্রাপ্য টাকা পাননি। ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে তিনি ২ আগস্ট ১৯৯৩ সনে চাকরিতে যোগদান করেন এবং ৩০ বছর ৪ মাস পর অবসর গ্রহণ করেন। অধ্যাপক সোহরাব হোসেন জানান, তিনি একজন প্রতিবন্ধী এবং যে সামান্য বেতন পেতেন তা দিয়ে স্ত্রী তিন মেয়ে ও এক ছেলেকে পড়াশোনা করাতেই সব শেষ হয়ে যেত, তার অবসর গ্রহণের আগেই ছেলে মানসিক রোগে আক্রান্ত হয়। পিরোজপুর জেলায় ভিটে বাড়ি ছাড়া তার আর কিছুই নেই। অবসর নেওয়ার পর তিনি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং ঋণের চাপে সাত মাস আগে বাকেরগঞ্জে চলে আসেন, যেখানেও তিনি এখন ঋণগ্রস্ত। তিনি আরও জানান, তার আনুমানিক বয়স ৬২ বছর। এখানে তিনি একা থাকেন এবং তার কোনো আয়ের উৎস নেই, ফলে মাঝে মাঝে তাকে মানুষের কাছে হাত পাততে হয়। স্থানীয় চা ব্যবসায়ী লুৎফর হাওলাদার বলেন, অধ্যাপক সোহরাব হোসেন বেপারী একজন ভালো মনের মানুষ এবং গরিবের বন্ধু। তিনি জানান, কিছুদিন আগে তিনি মানুষের কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা চেয়ে এনে স্যারের কিছু ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। অধ্যাপক সোহরাব হোসেন বেপারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার প্রাপ্য কলেজ স্যালারি, হাউজ রেন্ট, সরকারি অবসর সুবিধা ও কল্যাণ ক্রাশ যেন দ্রুত বুঝে পান, সে অনুরোধ জানান।




ad728
ad728
সর্বশেষ সংবাদ
ad728